অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য মিলন মেলার আয়োজন করেছে। গত ১৮ ফেব্রুয়ারি সিডনির ক্যাসেলরাই কমিউনিটি হলে এই মিলন মেলায় অস্ট্রেলিয়ার প্রায় সবগুলো অঙ্গরাজ্য থেকে সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এই মিলন মেলা। বাংলাদেশের জাতীয় সংগীত ও বেলুন উত্তোলনের মাধ্যমে মিলন মেলা শুরুর পর খেলাধুলা, স্যুভেনির মোড়ক উন্মোচন, কেক কাটা ও টি শার্ট বিতরণ করা হয়।