সিডনিতে বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বাংলাদেশ ব্রাদার্স সিডনি এসোসিয়েশন ইনক সকাল সাড়ে ১০ টায় সিডনির মাউণ্ট আনান বোটানিক্যাল গার্ডেনের উডল্যান্ড পিকনিক এরিয়ায় তাদের সাধারন সভা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনটির প্রায় ১০০ জন সদস্য ও তাদের পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন তেলওয়াতের পর সাধারণ সভা শুরু হয়। সংগঠনটির জনসংযোগ কর্মকর্তা আজাদ কামরুল হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন শেখ। আর্থিক প্রতিবেদন পেশ করেন হিসাব রক্ষক রেজাউল করিম ব্যাপারী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মো. ইব্রাহীম খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আসলাম মোল্লা, মনিরুল হক জর্জ, মো. শফিকুল আলম, নাইম আবদুল্লাহ, কায়সার আহমেদ, লিয়াকত আলী লিটন মাঝি, রুহুল আমিন প্রমুখ। সম্মানিত অতিথিরা বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।