সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আয়োজিত বাংলা বর্ষবরণ

0

সিডনিতে ২৭ বছরের পুরানো সংগঠন বাংলাদেশ পূজা এসোসিয়েশন অ্যাস্ট্রেলিয়া গত ১৫ এপ্রিল (শনিবার) সিডনির কাইয়ামা করনেশন পার্কে পহেলা বৈশাখ উদযাপন করে। সকাল ৮ টায় অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারসহ ১২০ জনকে বহনকারী দুইটা বাস সিডনি থেকে গন্তব্যের দিকে রওনা হয়। এসো হে বৈশাখ এসো এসো গান গেয়ে দুই ঘণ্টার যাত্রায় তারা কাইয়ামা পৌছায়। 

সকাল ১০ টার নাস্তায় ছিল নানা ধরনের মুখরোচক পিঠা পুলি, পাকোড়া, নিমকি, চিতই পিঠার সাথে ধনে পাতার পেস্ট, মুড়ির মোয়া, পোয়া পিঠা, ঘরে পাতা দই, জিলাপি, চমচম, বরই চাটনি, ঝাল মুড়ি ও পান সুপারি। 
  
দুপুর ২ টায় বারবিকিউর মধ্যাহ্ন ভোজে সবাইকে আপ্যায়নের পর শুরু হয় বাচ্চাদের চামচে করে মার্বেল মুখে দিয়ে দৌড় প্রতিযোগিতা। নারীরা বালিশ খেলা ও পুরুষেরা গলফ খেলায় অংশ নেন। প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও রাফেল ড্রর মাধ্যমেও অনেকে পুরস্কার জিতে নেন। বিকাল ৪ টায় শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। 

বিকেল ৫ সংগঠনের সভাপতি দিলিপ দত্ত ও সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা আগামী বছরে পহেলা বৈশাখ অনুষ্ঠানের আমন্ত্রণ ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here