সিডনিতে বাংলাদেশি ওমেন্স অ্যাসোসিয়েশন আয়োজিত পিঠা উৎসব

0

প্রবাসী বাংলাদেশি ওমেন্স অ্যাসোসিয়েশন গত ৫ আগস্ট (শনিবার) সিডনির ল্যাকেম্বা ইউনাইটিং চার্চে পিঠা উৎসবের আয়োজন করে। দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশী ওমেন্স অ্যাসোসিয়েশনের সদস্য সহ সিডনি প্রবাসী নারীরা পিঠা সরবরাহ করে। 

পিঠার স্টল গুলো নানারকমের পিঠা, মিষ্টি সন্দেশ, ঝাল পিঠা, নকশী, নারকেল পুলি, ভাপা পিঠা, পাটিসাপটা, বিবিখন, কিমা পুলি, পাকন, তেলের পিঠা, কাচা গোল্লা, সন্দেশ, নাড়ু, রশমাই, চমচম, চিতই পিঠা, শুটকি ভর্তা, মাংস কারি, লাবরা, নেহারি, চালের রুটি, আচার, কাসুন্দি, গজা, ক্ষুদে ভাত সহ বাহারী পিঠার সমাহারে সাজানো ছিল। সকাল থেকে পিঠা প্রেমীদের আগমনে জমজমাট পিঠা উৎসবের সাংস্কৃতিক পর্ব পিঠা উৎসবকে আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় করে। 

অতিথিদের মধ্যে ছিলেন কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, শাহে জামান টিটু, মো শফিকুল আলম, আবু তারিক, গামা আব্দুল কাদির, আলী শিকদার, শাখাওয়াত নয়ন, আনিলা পারভিন, আরিফুর রহমান, জন এবং লিজ প্রমুখ। 

পিঠা উৎসবে বাংলাদেশী ওমেন্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ভবিষ্যতে আরো নারী উন্নয়নমূলক কাজের প্রত্যাশা ব্যক্ত করেন। সংগঠনের প্রেসিডেন্ট ফেরদৌস সুলতানা, সেক্রেটারি পলি ফরহাদ, কোষাধ্যক্ষ আমিনা খাতুন এবং সদস্য নাসরিন আক্তার, মনোয়ারা, লুৎফুন্নেছা হাসি, কাকলী, নিলুফা করিম, তাহমিনা পাঠান, ফাহমিদা, মারুফা, ববি, মঞ্জু, হয়বিন্দু এবং কেয়া এই পিঠা উৎসবে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here