সিডনিতে বাংলাদেশিদের ‘চাঁদ রাত’ মেলার প্রস্তুতি

0

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সিডনি আগামী ২৩ মার্চ (রবিবার) মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটে বৃহৎ চাঁদ রাত মেলার আয়োজন করেছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই উপলক্ষ্যে সংগঠনটির কার্যকরী কমিটি তাদের একটি প্রস্তুতি সভার আয়োজন করে। 

আয়োজক কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু ও ট্রেজারার সাখাওয়াত হোসেন জানান, এই মেলায় থাকছে ১০০ টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। বাচ্চাদের জন্য থাকছে ফেস পেইন্টিং সহ বিনোদনের হরেক ব্যবস্থা।

সহ সভাপতি শফিক শেখ জানান, মেলায় কোন প্রবেশ মূল্য থাকছে না। পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। 

মিন্টু স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা ও সঙ্গে থাকছে আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ। এই মেলা চলবে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈযদ মিঠু ও  যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ জানান, এবারের মেলায় টাইটেল স্পন্সর গ্রাই পাস গ্রুপ। মুখ্য স্পনসর মিন্টু মল, মিন্টু ফ্রুট অর্চার্ড, প্রাইস লাইন ফার্মেসি মিন্টু, প্রপার্টি কেয়ার টেকার রিয়েল এস্টেট, সাউথ সিডনি কলেজ, কমনওয়েলথ ব্যাংক জেনারেশন হোমস, জাজ ফুডস ও ব্রস্টার চিকেন। তারা সকল স্পনসরদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। 

বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতন সকল প্রবাসীকে বৃহৎ চাঁদ রাত মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনার আমন্ত্রণ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here