সিডনিতে বাংলাদেশিদের চাঁদ রাত মেলার প্রস্তুতি

0

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে চাঁদ রাত মেলার আয়োজন করছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বিডি হাব সিডনি’। আগামী ২৩ মার্চ (রবিবার) সিডনির মিন্টো ট্রেন স্টেশন সংলঘ্ন লিংকন স্ট্রিটে এ মেলার আয়োজন করা হবে।

মেলার প্রস্তুতি নিয়ে সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মিন্টোর নওয়াব রেস্টুরেন্টে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে প্রস্তুতি সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সৈয়দ রহমান মিঠু। সভায় চাঁদ রাত মেলার অন্যতম বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক পরিবেশনার সময়কাল এবং অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আয়োজক কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু বলেন, এই মেলায় থাকছে ১০০টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। শিশুদের জন্য থাকছে ফেস পেইন্টিংসহ বিনোদনের নানা ব্যবস্থা।

সহ সভাপতি শফিক শেখ বলেন, ‘চাঁদ রাত মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না। মিন্টো স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা ও সঙ্গে থাকছে আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ।’

ভাইস প্রেসিডেন্ট নীরব বলেন, ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মেলায় স্টল বরাদ্দ চলছে। এই চাঁদ রাত মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।’ 

ট্রেজারার মো. শাখাওয়াত হোসেন আগামী ২৩ মার্চ এই চাঁদ রাত মেলায় সকলকে স্বপরিবারে আসার আমন্ত্রণ জানিয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here