সিডনিতে প্রবাসীদের বার্তা : নিরপেক্ষ জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি

0
সিডনিতে প্রবাসীদের বার্তা : নিরপেক্ষ জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভাবনা, প্রত্যাশা ও দায়িত্ববোধ নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। 

শুক্রবার সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ একটি ফাংশন সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘নির্বাচনী আড্ডা’ শীর্ষক এই আয়োজনের উদ্যোগ নেয় সামাজিক ও নাগরিক প্ল্যাটফর্ম ‘প্রবাসী ভাবনা’।

অনুষ্ঠানটি সমন্বয় করেন সোহেল মাহমুদ। এতে সিডনিতে বসবাসরত প্রবাসী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, নির্বাচন কমিশনের ভূমিকা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে গভীর মতামত তুলে ধরা হয়।

আলোচনা সভায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন, ড. হুমায়ের চৌধুরী রানা, ড. নার্গিস বানু, ফারুক খান, জাকির আলম লেনিন, মোসলেহউদ্দিন হাওলাদার আরিফ, মোহাম্মাদ আবদুল মতিন, আবদুস শুকুর খান, মাহিউর রহমান মুন্না, শাজেদুর রহমান প্রধান, মোস্তাফিজুর রহমান ও আবু সাঈদ।

বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দিতে হলে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অপরিহার্য। অতীতের নির্বাচনী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার ভূমিকা নিশ্চিত করার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ৩০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন, যারা প্রতি বছর ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া—জাতীয় নির্বাচনে প্রবাসীদের মতামত ও প্রত্যাশা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত থেকে যাচ্ছে বলে তাঁরা হতাশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here