সিডনিতে পড়ুয়ার আসরের পাঠপর্ব

0

পড়ুয়ার আসর গত রবিবার ২৪ সেপ্টেম্বর রোদ ঝলমলে সকালে সিডনিতে আমাদের পড়ুয়ার আসরের পাঠপর্ব অনুষ্ঠিত হয়। এবারের পাঠপর্বে ছিল কাশফি আসমা আলম: নিজস্ব লেখা বুলা হাসান: বসন্ত বিলাস কবিতা, লেখা: মাহমুদা রুনু নুরুন্নাহার বেগম: মেঘ বললো যাবি কবিতা আবৃত্তি, লেখা: শুভ দাশগুপ্ত লজি, বিউটি ও রোকেয়া: ফেরা গল্প হুমায়ূন আহমেদ নাসরিন মোফাজ্জল: ‘প্রশান্ত পাড়ের কবিতা’ বই থেকে হোসেন মোফাজ্জল এর কবিতা ‘আমার ছেলের রহস্য এবং পাখি ও পুরুষের কবিতা আবৃত্তি রওশন পারভিন: নিমাই ভট্টাচার্য এর মেমসাহেব উপন্যাসের অংশবিশেষ শামীমা আক্তার মনি: বুক রিভিউ: A Thousand Splendid Suns Novel by Khaled Hosseini। রোকেয়া আহমেদ: পান্থপথের মোড়ে, লেখা রনিয়া রহিম। শামীমা আলমগীর সবাইকে মুখরোচক খাবারে আপ্যায়িত করেন। 

আগামী ১০ ডিসেম্বর পড়ুয়ার আসর ‘ বেগম রোকেয়া’ দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। পাঠপর্বের শেষে সেই অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here