সিডনিতে ডিমেনশিয়া অস্ট্রেলিয়ার ফান্ড রাইজিং

0

সিডনির পন্ডসের জোনাস ব্র্যাডলি ওভালে ব্যাপক সাড়া দিয়ে ডিমেনশিয়া অস্ট্রেলিয়ার ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়েছে। সিডনির বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ‘Forget me Not’ নামে একটি দাতব্য কার্যক্রমের সাথে নিজেদের সংযুক্ত করতে ছুটে এসেছিলেন।

গত রবিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নানা ধরনের পিঠাপুলি, ঝালমুড়ি, চটপটি, পরাটা, বিরিয়ানি, কাপ কেক, মিষ্টি ও অন্যান্য বাঙালি খাবার নিয়ে দুই প্রজন্মের একটি টিম কয়েকটি স্টল দিয়েছিল ফান্ড রাইজিং করার জন্য। 

স্টলগুলো খাবার বিক্রি করে সম্পূর্ণ অর্থই ডিমেনশিয়া অস্ট্রেলিয়ার ফান্ডে জমা দেওয়ার জন্য কাজ করেছে। সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ এসেছিলেন এই কাজে নিজেদের সংযুক্ত করতে। একটি ব্যাপার লক্ষণীয় ছিল, নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

এমন কাজের অন্যতম উদ্যোক্তা সৈয়দ মুরাদ হোসেন জানান, আমরা কাজটা শুরু করেছিলাম গত ২০২২ সালে নতুন প্রজন্মদের পাশে নিয়েই, যেন সবার মাঝে ডিমেনশিয়া সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়। আর এই কাজটা তখনই ব্যাপকতা পায়, যখন নতুন প্রজন্ম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের রিভারস্টোনেই সংসদ সদস্য ওয়ারেন কারবি। তিনি বলেন, অস্ট্রেলিয়ার স্বাস্থ্যখাতে অন্যতম সমস্যার একটি হলো ডিমেনশিয়া। আর এই রোগের কোনো চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি। কিন্তু অদূর ভবিষ্যতে তা অবশ্যই আবিষ্কৃত হবে বলেই আমাদের বিশ্বাস। আর সেটার জন্য দরকার গবেষণা এবং গবেষণা চালিয়ে যেতে প্রয়োজন অর্থের। অস্ট্রেলিয়ার সরকার অত্যন্ত সচেষ্ট ডিমেনশিয়া রোগের গবেষণার ব্যাপারে। আমি কৃতজ্ঞতা জানাই ‘Forget me Not’ সংগঠনটিকে তারা একটি মহৎ কাজের মাধ্যমে ডিমেনশিয়া অস্ট্রেলিয়ার গবেষণার জন্য অর্থ উত্তোলন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here