সিডনিতে জীবনের গল্প শোনালেন বর্ষীয়ান কথা সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক ও চিকিৎসক আনোয়ারা সৈয়দ হক। প্রশান্তিকার আয়োজনে ‘দুর্জয় প্রাণের আনন্দে, আনোয়ারা সৈয়দ হক সন্ধ্যা’র অনুষ্ঠানে তিনি বলেন, আমি ভাবিনি আমাকে নিয়ে তোমরা এমন আয়োজন করবে। তোমরা বাংলা, বাঙালিত্বকে প্রবাসের মাটিতে যেভাবে ধরে রেখেছো, দেখে এবং শুনে আমি সত্যি মুগ্ধ হয়েছি।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ।
আনোয়ারা সৈয়দ হক ও তার প্রয়াত স্বামী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা থেকে পাঠ করেন শহিদুল আলম বাদল, অপু, ওমর আয়াজ অনি এবং নেহাল নেয়ামুল বারী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ড. মোহাম্মদ আলী, ডা. শাফিন রাশেদ, ড. শাখাওয়াৎ নয়ন, কামাল পাশা, শফিকুল আলম। লেখকের জীবন ও সাহিত্য নিয়ে বক্তব্য দেন সিডনিবাসী কলামিস্ট ও ছড়াকার অজয় দাশগুপ্ত।
সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত বেশ কয়েকটি অনুষ্ঠানে এবং সংস্থা কর্তৃক পুরস্কারে ভূষিত হন। অভিনন্দন স্বরুপ তাকেও প্রশান্তিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বই পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রশান্তিকা সেরা লেখক ২০২৩ ঘোষণা করা হয়। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক পিয়ারা বেগমকে এবছরের সেরা লেখক পুরস্কার দেয়া হয়। তিনি বাংলাদেশে থাকার কারণে তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন লেখক ও সংগঠক অনীলা পারভীন।
এ উপলক্ষে তাকে সম্মাননা সনদ ও ১০ হাজার টাকার বই উপহার দেয়া হয়। অনুষ্ঠান শেষে আনোয়ারা সৈয়দ হকের সাথে প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ। এই পর্বে অংশ নেন পূরবী পারমিতা বোস, অনীলা পারভীন, মোহাম্মাদ আলী, শাফিন রাশেদ, আকাশ কামরুল প্রমুখ।