সিডনিতে জগন্নাথ হল অ‍্যালামনাই অ্যাসোসিয়েশনের বাংলা বর্ষবরণের আয়োজন

0

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এবারের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক শিক্ষার্থীরা।

স্থানীয় সময় শনিবার সিডনির প‍্যারামাটা পার্কের নয়নাভিরাম পরিবেশে যথারীতি মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। এতে বাঙালির চিরাচরিত পোষাক পরিধান করে এসেছিলেন অধিকাংশ মানুষ। বৈশাখি গান গেয়ে এবং হাতে ব্যানার-ফেস্টুন ও বাংলাদেশের পতাকা বহন করে উৎসবকে রাঙিয়ে তোলেন তারা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন অস্ট্রেলিয়া সরকারের ফেডারেল মন্ত্রী ক্রিস বোয়েন, আসন্ন নির্বাচনে প‍্যারামাটা আসনের লিবারেল পদপ্রার্থী ক‍্যাটি মুলেনস এবং কাউন্সিলর সুমন সাহা।

বাংলা নববর্ষের অনুষ্ঠানে মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই প্রিয়জন, বন্ধু-বান্ধব ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়ে আপ্লুত হয়ে পড়ে। হরেক রকমের বাঙালি খাবারের আয়োজন করা হয় এই আনন্দযজ্ঞে। খাবারের পাশাপাশি শিশুদের জন‍্য মজার খেলার আয়োজন করা হয়। জগন্নাথ হলের সাবেক শিক্ষার্থী ও তাদের স্ত্রীদের জন‍্য ছিল ফান গেম।

এবারের বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে জগন্নাথ হল অ‍্যালুমনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির শ্রেষ্ঠ উৎসব। সংগঠনের সম্মানিত সদস্যরা এই অনুষ্ঠানটিকে সর্বাত্মক সফল করার জন‍্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এজন‍্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here