বাংলাদেশের ব্র্যান্ডিং জেলা ‘ইলিশের বাড়ি’ চাঁদপুরের প্রবাসী মানুষদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে অস্ট্রেলিয়ায় গঠিত চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বা (লিটল বাংলাদেশ)-এর ইউনাইটিং চার্চ মিলনায়তনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত চাঁদপুর জেলার প্রবাসী ভাই-বোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার বিভিন্ন সিটি কাউন্সিলের বর্তমান চারজন কাউন্সিলর। তাঁরা হলেন, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ ও আশিকুর রহমান এ্যাশ, এবং ক্যামডেন সিটি কাউন্সিলের কাউন্সিলর এলিজা আজাদ রহমান টুম্পা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, লেখক, গীতিকার ও সুরকার আরমান হোসেন ভূঁইয়া (লাভলু) এবং সহ-সভাপতি মাসকসুদুর রহমান চৌধুরী সুমন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিগার এলাহী চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শিবলু গাজী। এছাড়া বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের ১নং সদস্য এ এন এম মাসুম, সম্পাদক মশিউর রহমান তুহিন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এস এম খালিদ, সহ-সংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মহিলা সম্পাদিকা সুলতানা রাজিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে গান পরিবেশন করেন সিডনির জনপ্রিয় ব্যান্ড চারু। বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াছমিনের ভাগিনা তানিম হায়াত খান রাজিত। পরিবেশিত হয় চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অফিসিয়াল থিম সং “ইলিশের বাড়ি চাঁদপুর”। গানটির কথা ও সুর করেন জেনারেল সেক্রেটারি আরমান হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল মধ্যাহ্নভোজ। অতিথিদের জন্য পরিবেশন করা হয় চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ মাছ, গরুর মাংস, ডাল-ভর্তা, পাস্তা সহ নানা রকম মুখরোচক খাবার। অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করেন সিডনির সুপরিচিত ফটোগ্রাফার মোহাম্মাদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানের প্রধান স্পন্সর ছিলেন রবি ইসলাম (ল্যান্ড অ্যান্ড লিজ রিয়েলটি)। এছাড়া সহযোগিতায় ছিল এবি এন্টারটেইনমেন্ট ও নবান্ন রেস্টুরেন্ট।
চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া একটি অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে অস্ট্রেলিয়ায় বসবাসরত চাঁদপুরবাসীদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে কাজ করছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে চাঁদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখাই তাদের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, আগামী অক্টোবর মাসে চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার উদ্যোগে একটি বৃহৎ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে বাংলাদেশ থেকে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সিডনিতে বসবাসরত সকল বাংলাদেশিদের নিয়ে এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

