সিডনিতে গালা নাইট অনুষ্ঠিত

0
সিডনিতে গালা নাইট অনুষ্ঠিত
প্রবাসী খেলাধুলাপ্রেমীদের অংশগ্রহণে সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস (সিইএস) আয়োজিত গালা নাইট ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিন্টোর ‘জমিদার বাড়ি রেস্টুরেন্টে’ আয়োজিত অনুষ্ঠানে ছিল খেলাধুলার সাফল্য উদযাপন, পুরস্কার বিতরণ, ডিনার ও কমিউনিটি নেটওয়ার্কিং।  

অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম। ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম মজুমদার (পুলক) ও সহ-সভাপতি শফিক বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। সহযোগিতা করেন পরিচালক ফাহিম হাসেম ও কোষাধ্যক্ষ মঈন আহমেদ।  

পরে অনুষ্ঠানে যোগ দেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান এশ, সাবেক জাতীয় ক্রিকেটার ও ক্লাব অ্যাম্বাসেডর ইমরুল কায়েস, অভিনেতা মাজনুন মিজান, সাংবাদিক নাইম আবদুল্লাহ প্রমুখ।  

ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী খান ক্লাবের লক্ষ্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং স্পন্সর সাদিক করিম (রেইন অ্যান্ড হর্ন বর্ডিয়া)-এর প্রতি কৃতজ্ঞতা জানান।  
পুরস্কারপ্রাপ্তরা হলেন—   Badminton Cup Champion: Bade Miya Chote Miya (হামজা ও শাদিক), Runner-Up: Goosebumps (শফিউল ও তানভীর)  
Badminton Plate Champion: TNT (তাহমিদ ও তাওহিদ), Runner-Up: Shuttle Stallions (কবীর ও কনক), Cricket Champion: Eagles Red  
Runner-Up: Eagles Blue। ট্রফি প্রদান করেন কমিউনিটি নেতৃবৃন্দ ও ইমরুল কায়েস। বক্তারা ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের সামাজিক ভূমিকা ও খেলাধুলার প্রসারে অবদানের প্রশংসা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here