গত ১২ এপ্রিল (শনিবার) সিডনির ওয়ালি পার্কে টাবু সঞ্জয়ের সর্বিক পরিচালনায় প্যারামাউন্ট ডেভেলপমেন্ট এন্ড কন্সট্রাকসন প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায়, ওমেন কাউন্সিল অস্ট্রেলিয়া ও গাংচিল মিউজিক এর সহযোগিতায় বাঙ্গালির প্রাণের বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে নাহিদা ও জুঁই এর সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পর শ্যামলী দে বৈশাখের গান পরিবেশন করে। কবিতা আবৃতি করেন দেবী শাহা। কিশলয় কচিকাঁচা, আগমনী অস্ট্রেলিয়া ও বিএসপিসি বাংলা স্কুলের ছোট্ট সোনামনিরা গানে ও নাচে দর্শকদের মাতিয়ে রাখে।
মেলায় সারাদিন ব্যাপী ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য পরিবেশন করে শ্রেষ্ঠা, আর্শিতা, অনিশা হায়দার, মিশা, অবশোরা। গান পরিবেশন করেন নিলুফার ইয়াসমিন, লাল সবুজ ও কৃষ্টি ব্যান্ড। ফারিয়া আহমেদের পরিচালনায় ভবের হাটের শিল্পীরা বাউল গান পরিবেশন করেন।
মেলায় ২০টির বেশি কাপড়ের দোকান, ১৫টির বেশি বাহারি দেশীয় খাবারের দোকানসহ ছিল বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডের সুবিধা। মেলায় আসা প্রবাসী বাংলাদেশিরা জানান, বিদেশের মাটিতে বৈশাখের এমন আয়োজন সত্যিই মুগ্ধকর। আয়োজকরা বিদেশের মাটিতে বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এতে প্রবাসে বেড়ে ওঠা বর্তমান প্রজন্ম তাদের শিকড়কে জানতে পারবে।