ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২৫ বর্ষের জন্য নতুন কার্যকরী কমিটি এবং ২০২৪-২৭ বর্ষের ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় অস্ট্রেলিয়ার ভূমি সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু হয়।
বাংলা স্কুলের বিদায়ী সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান সবাইকে স্বাগত জানিয়ে বিগত দুই বছরের স্কুলের বিবি কার্যক্রমের বিবরণী তুলে ধরেন। কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুল ইসলাম শাহিন আয়-ব্যয়ের আর্থিক বিবরণী উপস্থাপন করেন। অধ্যক্ষ রুমানা খান মোনা শিক্ষা কার্যক্রমের নানামুখী দিক নিয়ে আলোচনা করেন।