সিডনিতে কৃষি কাজে আগ্রহ বৃদ্ধিতে হর্টিকালচারাল প্রোডাক্টসের যাত্রা শুরু

0
সিডনিতে কৃষি কাজে আগ্রহ বৃদ্ধিতে হর্টিকালচারাল প্রোডাক্টসের যাত্রা শুরু

অস্ট্রেলিয়ার সিডনিতে কৃষি কাজে আগ্রহ বৃদ্ধিতে যাত্রা শুর করল হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রাম। রবিবার সিডনির মিন্টো এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের সবজির চারা বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে বীজ, চারা, জৈব সার ও প্যাকেট মাটি সরবরাহ করা হবে।

প্রোগ্রামের অন্যতম সমন্বয়ক মোখতার হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য সিডনিতে স্থানীয় পরিবেশের উপযোগী মানসম্মত গাছ ও কৃষিপণ্য সরবরাহ করা। পাশাপাশি  স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে দেশীয় সবজি ও ফলের চারা বিনামূল্যে বিতরণ করা হবে। এর মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশীয় কৃষি ও প্রকৃতির প্রতি আগ্রহ জাগবে।

তিনি আরও জানান, সবজি ও ফলের চারা বিক্রির মাধ্যমে সংগৃহীত তহবিলের একটি অংশ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার এর উন্নয়ন তহবিলে দান করা হবে।

প্রতিষ্ঠানটির পক্ষে ড. এখলাস উদ্দিন আহমেদ জানান, গ্রাহক ও বাগানপ্রেমীদের কাছে মানসম্মত ও শোভাময় ফুল-ফলের চারা সরবরাহ করা হবে। 

প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন কয়েকজন বিশেষজ্ঞ। এর মধ্যে আছেন মোখতার হোসেন, মোহাম্মদ মোতালেব, ড. সেলিনা আহমেদ, ড. এখলাস উদ্দিন আহমেদ।  

প্রোগ্রামের পণ্য বিক্রয় ও উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করছে ডেল্টা ল্যান্ডস্ক্যাপ নার্সারি। মূল গবেষণা ও উৎপাদন কেন্দ্র হোমস্টেড গার্ডেনার্স নেটওয়ার্কের প্রধান কার্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here