সিডনিতে এআইএ অস্ট্রেলিয়া আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব

0

গত ১১ জুন (রবিবার) সিডনির ক্যাম্বেলটাউনের সিভিক হলে অ্যাসোসিয়েশন অব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যালামনাই অস্ট্রেলিয়া তাদের ঈদ পুনর্মিলনী ও শীতের পিঠা উৎসবের আয়োজন করে। 

আবহমান গ্রাম বাংলার আদলে সাজানো হয়েছিল হলের একটি কর্নার। আয়োজকরা জানান, আমাদের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সাথে নুতন প্রজন্মের ছেলেমেয়েদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। এআইএ  অস্ট্রেলিয়ার সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে শীতের পিঠা পুলি, হালুয়া, বিস্কুট, শাড়ি ও অন্যান্য পণ্য সামগ্রী ছিল। 

অনুষ্ঠানে এআইএ অস্ট্রেলিয়ার সভাপতি এম রাফিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক মহিব্বুর রহমান তাদের সদস্যসহ অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এআইএ অস্ট্রেলিয়ার একজন সদস্য জানান, আমরা সারা বছর ছেলেমেয়ে ও পরিবার নিয়ে এই ঈদ পুনর্মিলনী ও শীতের পিঠা উৎসবের জন্য অপেক্ষায় থাকি। কারণ প্রতি বছর এই অনুষ্ঠানেই পুরোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়।

এই আয়োজনে দুপুরের খাবার ছাড়াও রকমারি বাংলাদেশি পিঠা পুলির ব্যবস্থা ছিল। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উপস্থিত সকলের যথেষ্ট প্রশংসা কুড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here