সিডনিতে ঈদ উৎসব উদযাপন

0

সিডনিতে স্থানীয় মুসলিম কমিউনিটি অর্গানাইজেশন আল বারাকাহ সেন্টার ক্লেমোর পাবলিক স্কুলে রবিবার দিনব্যাপী ঈদ উৎসব উদযাপন করা হয়েছে।

আল বারাকাহ সেন্টারের প্রায় ৩৮০ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ এবং কাউন্সিলর মাসুদ চৌধুরী, শেখ রিদওয়ান, শেখ আরশাদ এবং ন্যাশনাল জাকাত ফাউন্ডেশনের শেখ ইসমাইল ডেভিডসহ অতিথিরা উৎসবে যোগ দেন।

আল বারাকাহ সেন্টারের একজন স্বেচ্ছাসেবক সদস্য রফিক ভূঁইয়া বলেন, এই বছরের ঈদ উৎসবে সদস্যদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা রোমাঞ্চিত। ইভেন্টটি আমাদের কমিউনিটিকে পরিবারসহ একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আগামী বছরগুলোতেও ঈদ উৎসব আয়োজনের ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা কাউন্সিলর ও ইসলামী স্কলারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই ঈদ উৎসব বৃহত্তর ক্যাম্বেলটাউনে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। এই বছরের ঈদ উৎসবের সাফল্যের পর তারা ভবিষ্যতে নানাবিধি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here