সিডনিতে গত রবিবার গুড সিটিজেন ওয়ার্ক (জিসিডব্লিউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় কাজের সন্ধান, বাসস্থান, নিরাপত্তা, নতুন সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং সাময়িক প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার পাশাপাশি ট্যাক্স, এবিএন ও সুপারের বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মূল্যবান পরামর্শ ও তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশেষজ্ঞরা।
গুড সিটিজেন ওয়ার্কের আয়োজক কমিটি অতিথি বক্তা ড. নার্গিস বানু, আশরাফ এরিস, নাবিলা বানু, এনামুল হক এবং শেখ ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানান।