অস্ট্রেলিয়ায় প্রবাসী মুসলমানদের সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার তাদের বার্ষিক ইফতার পার্টির আয়োজন সম্পন্ন করেছে। রবিবার সন্ধ্যায় মিন্টুস্থ ইনডোর স্পোর্টস সেন্টারে তাদের বার্ষিক ইফতার পার্টির আয়োজন করে।
সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসারের সভাপতিত্বে খতিব হাফেজ আবদুল হাদী তানভীর পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং সকল মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। প্রায় দুই হাজার ধর্মপ্রাণ মুসলমান এই বছরের ইফতারে অংশগ্রহণ করে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ, ক্যারেন হান্ট, দার্সি হল্যান্ড, সদ্য নির্বাচিত স্টেট এম পি অনুলাক চান্টিভং শুভেচ্ছা বক্তব্য রাখেন। সিডনির দূর দূরান্ত থেকে আসা বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসুল্লিরা উপস্থিত ছিলেন।