সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদে বিজয়ী ড. নীনা আহমেদ

0

পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে ‘সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ পদে বিজয়ী হলেন ড. নীনা আহমেদ। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে ২৭ জন প্রার্থী ছিলেন। এরমধ্যে বাংলাদেশি আমেরিকান ড. নীনাসহ ৫ জন বিজয়ী হয়েছেন। 

এসব আসনে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী না থাকায় নভেম্বরের চূড়ান্ত নির্বাচনের দিনের অপেক্ষায় থাকতে হবে আনুষ্ঠানিক রেজাল্টের জন্যে। সিটি মেয়রের মতোই পুরো সিটির ভোটে কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদপ্রার্থীগণকে বিজয়ী হতে হয় অর্থাৎ মেয়রের সমান্তরাল ক্ষমতার অধিকারি থাকেন তারা এবং সিদ্ধান্ত গ্রহণে মেয়রকে সার্বক্ষণিক পরামর্শ/সহযোগিতা দিতে হয়। 

ড. নীনার বিজয়ে ফিলাডেলফিয়া কম্যুনিটিতে উল্লাস চলছে। সকলেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here