ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে টানা দশম জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। যেখানে জোড়া গোল করে মোহামেদ সালাহর রেকর্ড ছুঁলেন আরলিং হালান্ড।
৩৮ ম্যাচের মৌসুম হওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল রেকর্ডটি সালাহর দখলে। ২০১৭/১৮ মৌসুমে ৩২ গোল করেন লিভারপুল ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে প্রথম এসেই সেই রেকর্ড স্পর্শ করলেন হালান্ড। এখন সেটা কেবলই নিজের করে নেওয়ার অপেক্ষা। কেননা মৌসুম শেষ হতে এখনো ৮ ম্যাচ বাকি।
হ্যাটট্রিকের সুযোগে থাকা হালান্ডকে বিরতির পরই তুলে নেন সিটি কোচ পেপ গার্দিওলা। তার পরিবর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে মাঠে নামান তিনি। যদিও কোনো গোল পাননি আলভারেস। ম্যাচের ৭৫ মিনিটে লেস্টারের হয়ে ব্যবধান কমান ইহেনাচো। কিন্তু হার এড়াতে পারেনি লেস্টার।
৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আনে সিটি। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।