সিডনিতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত ‘সিটিজেন অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে সার্টিফিকেট অফ নমিনেশন সম্মানে ভূষিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি আব্দুস সোবহান। শুক্রবার সকালে অস্ট্রেলিয়া ডে উপলক্ষে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা সার্টিফিকেট তুলে দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ গ্রেইস।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সোবহান দীর্ঘদিন যাবত ক্যাম্বেলটাউন এলাকায় স্ব পরিবারে বসবাসের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আব্দুস সোবহানের এই সম্মানে আনন্দিত স্থানীয় বাংলাদেশি কমিউনিটি।