সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

0

যথাযথ মর্যাদা আর বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সকালে হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের  হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম। 

এসময়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণীগুলো পড়ে শোনানো হয়। প্রদর্শিত হয় বিশেষ ডকুমেন্টারী, বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের কালরাতে নিহত তার পরবারের সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের জানা, অজানা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here