সিঙ্গাপুর ইসর্কোস পার্কে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের মিলন মেলা। এই মিলন মেলায় অংশগ্রহণ করে ৫০ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি।
অন্যতম আয়োজক রাকিব হাসান জানান, প্রবাস জীবনের একঘেয়েমি কাটাতেই এই আয়োজন।
মিলন মেলায় সার্বিকভাবে সহযোগিতা করেন রাকিব হাসান এবং তার সহধর্মিনী। সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের পর্দা নামে।