সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের ইফতার ও মিলনমেলা। রবিবার সিঙ্গাপুর খালশা এসোসিয়েশনের বলরুমে সিঙ্গাপুরে কর্মরত বেশ কয়েকজন প্রবাসীর উদ্যোগে এই আয়োজন করা হয়। সিঙ্গাপুরে কর্মরত প্রায় ২২০ জন প্রবাসী এবারই প্রথম এমন কোনো বড় আয়োজনে একত্রিত হয়ে ইফতার করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা এমন সুন্দর একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, আগামী বছরগুলোতেও যেন এমন উদ্যোগ গ্রহণ করা হয়।
অংশগ্রহণকারী প্রবাসীরা অনলাইনে আবেদন ফরমে রেজিষ্ট্রেশন করার মাধ্যমে ইফতার অনুষ্ঠানে যোগদান করেন।ইফতার অনুষ্ঠান আয়োজকদের মধ্যে অন্যতম যারা ভুমিকা পালন করেছেন তাদের মধ্যে ছিলেন শফিকুল ইসলাম, নাসির উদ্দিন, তাশরিফ, আল আমিন, ইব্রাহীম মিয়া, মইনুল ইসলাম, জাহিদ হোসেন, কামরুজ্জামান আরাফ, তাহের সরকার এবং রুবেল রাফিও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে কর্মরত বাংলাদেশি ডাক্তার মুনতাসির মান্নান চৌধুরী।