চীনের চেংডু শহর থেকে ছেড়ে যাওয়া এয়ার চায়নার একটি ফ্লাইট রবিবার সিঙ্গাপুরে জরুরি অবতরণ করেছে। বিমানটির বাম ইঞ্জিনে আগুন লেগেছিল। তবে বিমানে থাকা সব লোক নিরাপদ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর গালফ নিউজ ও ডেইলি চায়নার।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, ধোঁয়া ছড়িয়ে পড়লে ফ্লাইট সিএ৪০৩ স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় অবতরণ করে। সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এতে কতজন যাত্রী ছিল তা বলা হয়নি। বাম ইঞ্জিনের আগুন নেভানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।