সিঙ্গাপুরে কনসার্টে হিমাদ্রিতা পর্ণা

0
সিঙ্গাপুরে কনসার্টে হিমাদ্রিতা পর্ণা

সংগীতের জগতে পরিচিত নাম হিমাদ্রিতা পর্ণা। নিয়মিত গান করছেন, কণ্ঠ দিয়েছেন সিনেমার গানেও। সেই সাথে দেশের টিভি চ্যানেলগুলোর বিভিন্ন সংগীত অনুষ্ঠানেরও প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। এছাড়া প্রায়ই দেশে-বিদেশের নানা কনসার্টে গাইতে দেখা যায় পর্ণাকে। 

রবিবার সিঙ্গাপুরে দুর্গাপূজায় এক কনসার্টে মঞ্চ মাতিয়েছেন এই গায়িকা। দেশটির শ্রী শ্রীনিবাস পেরুমল মন্দিরে বাংলা ইউনিভার্সেল সোসাইটি, সিঙ্গাপুর আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি গান করেন। রবিবার শুরু হওয়া অনুষ্ঠানটি চলবে ১ অক্টোবর পর্যন্ত।

অনুষ্ঠান প্রসঙ্গে হিমাদ্রি পর্ণা বলেন, ২০২২ সালের পর আবারও একই অনুষ্ঠানে পারফর্ম করেছি। এর আগে, সিঙ্গাপুরের বাঙালি কমিউনিটির দারুণ সাড়া পেয়েছিলাম। আবারও এখানে এসে দারুণ ভালো লাগছে। শুধু এই অনুষ্ঠানে নয়, সামনে ২০ অক্টোবর এখানে দীপাবলি উৎসবেও পারফর্ম করার পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here