আন্তর্জাতিক অভিবাসন দিবস রবিবার সিঙ্গাপুরে পালন করা হয়। দিবসটি উপলক্ষে সিঙ্গাপুর সরকারের মিনিস্টার অফ হেলথ, এসিই এবং (এমডব্লিউসি) জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার বিচ রোডের মাঠে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ এবং ইন্ডিয়ান জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র মন্ত্রী হেনং চি হো উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠানে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানসহ (এসবিএস) এর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।