সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশ সোসাইটির (এসবিএস) উদ্যোগে পেঞ্জুরু রিক্রেশন সেন্টারে আন্তর্জাতিক অভিবাসী ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের সহায়তায় সিঙ্গাপুরে কর্মরত প্রবাসীদের মধ্য থেকে বিভিন্ন সেক্টরে বাংলাদেশিদের ৮টি দল এতে অংশগ্রহণ করেছে।
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলাম, সিঙ্গাপুরের জনশক্তির মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডেপুটি ফাস্ট কমান্ডার মি. লিম শুয়েন ও কমান্ডিং অফিসার মি. টিও লি হেং।