বাছাইপর্বে উগান্ডার কাছে হেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পায়নি জিম্বাবুয়ে। সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায়। সিকান্দার রাজা তবুও খেলছেন, খেলা চালিয়ে যাচ্ছেন অন্য এক কারণে।
রাজা বলেছেন, ‘ওই ঘটনাটা সব সময়ই বেদনা হয়ে থাকবে। শুধু এখন নয়, যখন আমরা অবসর নেব, তখনও। শুধু আমরা যারা খেলছি তাদের জন্য নয়, যারা ম্যানেজমেন্টে আছে, তাদের জন্যও বিশ্বকাপে না যাওয়াটা সমান বেদনাদায়ক। শুধু এখন নয়, এই অনুভূতি আমাদের আরও অনেক দিন বয়ে বেড়াতে হবে।’
মাঠের ক্রিকেটটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক সেটাই চান রাজা। তিনি বলেছেন, ‘আমি জানি ওরা শ্রীলঙ্কার কাছে হেরেছে। কিন্তু সিরিজটা ছিল ২-১ ব্যবধানের। দুই শর মতো রান তাড়া করছিল সম্ভবত একটা ম্যাচে… সে ম্যাচে আপনি গভীরতা দেখতে পাবেন। রিয়াদ ভাই ভালো করেছে, জাকির একটা ভালো ইনিংস খেলেছে। লেগ স্পিনার (রিশাদ) দারুণ খেলেছে। আমরাও শ্রীলঙ্কায় গিয়ে সিরিজটা জিততে জিততে হেরেছি। আমি শুধু আশা করছি সিরিজটি যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।’