চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর ‘আইটি অবকাঠামো আধুনিকীকরণ প্রকল্প বাস্তবায়নের জন্য পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫ পেয়েছে টগি সার্ভিসেস লিমিটেড। মিডিয়াম আইটি প্রজেক্ট বিভাগে এ দ্বিতীয় রানার-আপ সম্মাননা দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরস্কারটি প্রকল্প ব্যবস্থাপনা দক্ষতা, উন্নত প্রযুক্তি বাস্তবায়নের কৌশলগত সক্ষমতা এবং নির্ধারিত সময়, পরিধি ও বাজেটের মধ্যে উচ্চমূল্যবান আইটি অবকাঠামো সমাধান সফলভাবে সরবরাহের জন্য টগি সার্ভিসেসের শ্রেষ্ঠত্বকে তুলে ধরে।
সিএসই-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশের ডিজিটাল রূপান্তর যাত্রায় কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে এই স্বীকৃতি টগি সার্ভিসেসের সক্ষমতাকে আরও একবার প্রমাণ করেছে।
টগি সার্ভিসেস এই সম্মান অর্জনে কৃতজ্ঞতা জানিয়ে সিএসই টিমের আস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি, প্রকল্প বাস্তবায়নে জড়িত নিজস্ব দলের সদস্যদের নিষ্ঠা, নেতৃত্ব এবং দলগত প্রচেষ্টার প্রতিও কোম্পানিটি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
টগি সার্ভিসেস উল্লেখ করেছে, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতের মিশন- জটিল প্রকল্প বাস্তবায়নে নতুন মানদণ্ড স্থাপন করে এবং কোম্পানির উচ্চতর মান, শক্তিশালী সহযোগিতা ও টেকসই শ্রেষ্ঠত্বের প্রতি প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করে।

