সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের

0
সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের

ইরানের পারমাণবিক হামলা সম্পর্কে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন নিয়ে রিপোর্ট করা মার্কিন গণমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিকদের ‘অবিলম্বে’ বরখাস্তের দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার (২৬ জুন) মার্কিন গণমাধ্যম এপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রতিবেদকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত!!!’

সেইসঙ্গে তিনি তাদের ‘খারাপ উদ্দেশ্যপ্রণোদিত খারাপ মানুষ’ বলে অভিহিত করেন।

পৃথক আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘গুজব হলো যে ব্যর্থ নিউইয়র্ক টাইমস ও ফেক সংবাদমাধ্যম সিএনএন ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কে ভুয়া গল্প তৈরি করা সাংবাদিকদের বরখাস্ত করবে, কারণ তারা এটিকে বড্ড বেশি ভুলভাবে উপস্থাপন করেছে।’

এই সংবাদমাধ্যম দু’টি মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে বলেছিল, ‘সপ্তাহান্তে চালানো হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করার পরিবর্তে কেবল কয়েক মাস পিছিয়ে দিয়েছে।’

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড প্রতিবেদনগুলোর সমালোচনা করে দাবি করেন, ফাঁস হওয়া মূল্যায়নগুলো ‘কম আত্মবিশ্বাসের সঙ্গে লেখা’ এবং ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক নেতৃত্বকে দুর্বল করার জন্য; বেছে বেছে প্রকাশ করা হয়েছে।

সূত্র : এপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here