প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসির দফতরে এসে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এ নিয়ে ইইউ রাষ্ট্রদূত তিনবার দেখা করলেন সিইসির সঙ্গে।
জানা গেছে, রাষ্ট্রদূত কিছুদিনের জন্য দেশের বাইরে থাকবেন, তাই সিইসির সঙ্গে দেখা করতে এসেছিলেন।
সিইসি কিংবা রাষ্ট্রদূত কেউই গণমাধ্যমের সঙ্গে বৈঠকের বিষষয়ে কথা বলেননি। তবে চার্লস হোয়াইটলি তার টুইটারে দুজনের ছবি দিয়ে লিখেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে গভীর আলোচনা হয়েছে।