সিংড়ায় ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ২০০ ছাগল বিতরণ

0
সিংড়ায় ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ২০০ ছাগল বিতরণ

নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত প্রান্তিক ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় এ ছাগল বিতরণ করা হয়।

বিনামূল্যের এ ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, ভেটেরিনারি সার্জন ডা. মো. ইউনুস আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আকতার এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম জানান, আর্থিক গুরুত্ব বিবেচনায় এবং ‘গরিবের গাভী’ হিসেবে পরিচিত ছাগল বিতরণ কার্যক্রমটি অত্যন্ত কার্যকর। পরবর্তীতে এসব ছাগলের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সেবা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here