সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলার অভিযোগ

0

নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জের ধরে বসতভিটায় হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের সোরমুজা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শহীদুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, শহীদুল ইসলাম ইটের বাড়ি করার সময় তার দুই ভাই বাধা প্রদান করে। এ নিয়ে সালিশ হয়ে জায়গা নির্ধারণ করে দিলে বসতভিটা নির্মাণ কাজ শেষ করে শহীদুল। গত ৬ মাস থেকে ওই বাড়িতে বসবাস করাকালীন প্রতিপক্ষের যোগসাজশে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে মারপিট, খুন জখমসহ বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here