গাজায় সমুদ্র পথে ত্রাণ সহায়তা সরবরাহ করতে ব্রিটিশ সেনাদের মোতায়েন করা হতে পারে। বিশেষ সূত্রের বরাতে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, কোনো আমেরিকান সেনা গাজার সমুদ্র সৈকতে প্রবেশ করবে না। অন্য একটি গ্রুপের মাধ্যমে গাজায় সহায়তা সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্র অবশ্য কোন পক্ষ এই সহায়তা গাজায় সরবারহ করবে তার নাম প্রকাশ করেনি।
তবে বিষয়টি এখনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর টেবিলেই আটকে আছে বলে বিশেষ সূত্র বিবিসিকে জানিয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তর বা ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।