সাহায্য করতে চাওয়া সৌদি আরবকে অপমান করেছেন বাইডেন : ট্রাম্প

0

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একহাত নিয়ে বলেন, ‘সৌদি আরব আমাদের সাহায্য করতে চেয়েছে। কিন্তু বাইডেন তাদের অপমান করেছেন।’ 

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আপনি সৌদি আরবের দিকে তাকান, সেখানে কী হয়েছে। তারা চমৎকার মানুষ, তারা আমাদের সাহায্য করতে চেয়েছিল। তিনি সেখানে গেলেন… এরপর মুষ্টি পেলেন, এর মানে হচ্ছে আমার সঙ্গে হাত মেলাবেন না কারণ আপনার হাত নোংরা। তারা এতে অপমানিত হয়েছেন।’

এছাড়া বাইডেন আগামী নির্বাচনে লড়ছেন কিনা, এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয়না এই নিয়ে আমরা বলাটা ঠিক হবে। আমার মনে হয় কিছু একটা ভুল আছে। আমি আজকে টেলিভিশনে তার উত্তর পেয়েছি। আমার মনে হয়না তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন।’ সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here