মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম শনিবার বলেছেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে। ট্রাম্প ইরানিদের তাদের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত—এমন বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই গ্রাহাম এই মন্তব্য করেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রাহাম বলেন, “ইরানের জনগণের উদ্দেশে বলছি—আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। নিপীড়নের অবসান ঘটাতে আপনাদের সাহস ও দৃঢ় সংকল্প প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতাপ্রেমী সবার নজরে এসেছে।”
তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যখন ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’ বলেন, তার অর্থ হলো—ইরানের বিক্ষোভকারীদের অবশ্যই আয়াতোল্লাহদের ওপর বিজয়ী হতে হবে।
এটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বার্তা যে প্রেসিডেন্ট ট্রাম্প বুঝে গেছেন, আয়াতোল্লাহ ও তাদের সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারে না।”
ইরানে আন্দোলনে অংশ নেওয়া মানুষদের উদ্দেশে গ্রাহাম বলেন, “যারা ত্যাগ স্বীকার করছেন, তাদের সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুন। সহায়তা আসছে।”
এর কয়েক দিন আগেই গ্রাহামকে ডোনাল্ড ট্রাম্পের পাশে দেখা যায়, যেখানে ট্রাম্পের হাতে ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’ লেখা একটি টুপি ছিল।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

