সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিসর

0
সালাহর জোড়া গোলে বিশ্বকাপে মিসর

২০১৮ সালের পর আবারও বিশ্বকাপে ফিরছে মিসর। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে কাসাব্লাংকায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মিশরীয়রা। ম্যাচে জোড়া গোল করেছেন লিভাপুল তারকা মোহামেদ সালাহ। এই ম্যাচ জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে মিশরীয়দের।  

জিবুতিকে হারিয়ে নিকট প্রতিদ্বন্দ্বী বুরকিনা ফাসোর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে মোহামেদ সালাহর দল। এতে করে এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব ফুটবলের রেকর্ড সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা বিশ্বকাপ খেলতে যাচ্ছেন চতুর্থবারের মতো। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিসর। এরপর ১৯৯০ ও ২০১৮ সালে বিশ্ব ফুটবলের জাঁকজমকপূর্ণ আসরে খেলেছিল তারা। 

এবােরের বাছাইপর্বে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া মিসর গোল করেছে ১৯টি। এর ৯টিই করেছেন সালাহ। এবারের বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলে সালাহই সর্বোচ্চ গোলদাতা।

১৯তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করল মিসর। ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেবে আরও ২৭টি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here