সালমান শাহ’র পরিবারের আপত্তি সত্ত্বেও প্রকাশ্যে ‘বুকের মধ্যে আগুন’

0

ওটিটি প্লাটফর্ম হইচই-তে মুক্তি পেল ‘বুকের মধ্যে আগুন’। পূর্ব ঘোষণা ও ট্রেলার প্রকাশ ছাড়াই বৃহস্পতিবার রাতে তানিম রহমান অংশুর পরিচালনায় আট পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে। ওয়েব সিরিজটি নিয়ে আপত্তি তোলেন প্রয়াত তারকা সালমান শাহ’র পরিবার। সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। নায়কের পরিবারের আপত্তি সত্ত্বেও সিরিজটি মুক্তি দিয়েছে হইচই।

আট পর্বের সিরিজটির পর্বগুলোর নাম ‘ফিরে আসার গল্প’, ‘বন্ধু নাকি শত্রু’, ‘চেনা যখন অচেনা’, ‘স্নেহের ছলনা’, ‘উত্থান-পতন’, ‘প্রণয়ের পালাবদল’, ‘পতনের প্রস্তুতি’, ‘হত্যা নাকি আত্মহত্যা?’ ওয়েব সিরিজের গল্পটি আসলে কোন নায়কের জীবন থেকে নেওয়া, দর্শকের অনেকেই সেটি আন্দাজ করতে পারছেন। অনেকের মতে, এতে সালমান শাহ’র আদলে হাজির হয়েছেন ইয়াশ রোহান। তার স্ত্রীর (সামিরা) মতো দেখা গেছে তমা মির্জাকে। অন্যদিকে নায়কের মা নীলা চৌধুরীর মতো লেগেছে তানিয়া আহমেদকে, রাজনীতিক হুসেইন মুহম্মদ এরশাদের গেটআপে তৌকীর আহমেদ, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের অবয়বে তারিক আনাম খানকে।

সালমান শাহ’র মা নীলা চৌধুরী বর্তমানে লন্ডনে আছেন। সালমানকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের খবরটি শুনে তিনি খুবই বিস্মিত হয়েছেন। সে সময় নায়কের মা জানিয়েছেন, ‘পত্র-পত্রিকার খবরে জেনেছি, ওয়েব সিরিজটি সালমানকে নিয়ে বানানো হয়েছে। এমনকি সিরিজের নামটাও সালমানের সিনেমা থেকে নেওয়া। তার মৃত্যু নিয়ে ২৭ বছর ধরে মামলা চলছে, এখনও রায় হয়নি। এর মধ্যে কেন সিরিজটি নির্মাণ করা হচ্ছে? শুধু তাই নয়, এ বিষয়ে তারা আমাদের সঙ্গেও কোনো আলোচনা করেননি।’

নীলা চৌধুরী যোগ করেন, ‘সালমান খুন হয়েছে, খুনের মামলা নিয়ে তামাশা করা যায় না। সিরিজে হত্যারহস্য না বলে মৃত্যুরহস্য বলা হচ্ছে। এতে আমাদের পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। ছেলে হত্যার বিচারের দাবিতে ২৭ বছর ধরে মামলা টানছি। কারও সিরিজের চিত্রনাট্য হওয়ার জন্য মামলা টানছি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here