সালমান খানের ‘বডিগার্ড’ ছবির পরিচালক আর নেই

0

সালমান খান অভিনীত বলিউডের সুপারহিট ছবি ‘বডিগার্ড’ এর পরিচালক সিদ্দিক ইসমাইল মারা গেছেন। মঙ্গলবার (৮ আগস্ট) ৬৩ বছর বয়সে তার মৃত্যু হয়। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

এর আগে সোমবার (৭ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই দিন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কোচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। সেখানেই মঙ্গলবার রাত ৯টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সালমান খান ও কারিনা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘বডিগার্ড’ এর পরিচালক হিসেবে বলিউডে জনপ্রিয়তা পেলেও সিদ্দিক ইসমাইলের ক্যারিয়ার দীর্ঘ তিন দশকের। মালায়ালম ছবিতে চিত্রনাট্যকার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৯৮৬ সালে চিত্রনাট্যকার হিসেবে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। এর বছর তিনেক পর ১৯৮৯ সালে মালায়ালাম ভাষার ‘রামজি রাও স্পেকিং’ সিনেমার হাত ধরে পরিচালক হিসেবে ডেবিউ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here