বলিউড সুপারস্টার সালমান খানের পোশাক ব্র্যান্ডের নতুন শাখা উদ্বোধন করতে ঢাকায় এলেন তার ভাই আরবাজ খান। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডিস্থ শাখায় হাজির হন আরবাজ। এরপর হাত তুলে শুভেচ্ছা জানান ঢাকাবাসীকে। বাংলায় বলেন, আমি তোমাকে ভালোবাসি।
আরবাজ আরও বলেন, ‘এর আগেও একবার বাংলাদেশে এসেছিলাম আমি। বাংলাদেশে এসে ভীষণ ভালো লাগছে আমার। এবার খুব কম সময় নিয়ে শুধু ব্র্যান্ড ওপেনিংর জন্য এসেছি। আগামীতে আরও লম্বা সময় নিয়ে আসব ইনশাআল্লাহ, বাংলাদেশ ঘুরে দেখার জন্য। আপনাদের সঙ্গে এনজয় এবং ফুড টেস্ট করার জন্য।’