সালমান খানের বাড়িতে গুলি চালানোর মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত আসামি অনুজ থাপন বুধবার মুম্বাই পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে গুরুতর অবস্থায় দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।
জানা গেছে, গ্রেফতারকৃত আসামি অনুজ থাপন আজ বুধবারই মুম্বাই পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগে, গত ১৪ এপ্রিল বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে একাধিক রাউন্ড গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনার পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত রয়েছে বলে জানা গেছে।