সার্বিক রাজনৈতিক পরিস্থিতি কূটনৈতিকদের অবহিত করলো বিএনপি

0

ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে সহিংসতাসহ নেতাকর্মীদের ওপর নির্যাতন বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে দলটি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। 

বুধবার বিকেলে রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে কূটনীতিদের আমরা জানিয়েছি। তারা এই দেশে গণতন্ত্র চায়, সেজন্য আমরা তাদের কাছে সার্বিক বিষয়ে তুলে ধরেছি। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সরকার এবং সরকারি দলের অস্ত্রধারীদের যৌথ কর্মকাণ্ড তুলে ধরেছি।

একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে আক্রমণ করেছে, আমরা মনে করি এটা সবার জানা দরকার। 

আমরা বলেছি নির্বাচনকে সামনে রেখে সরকার ভীতি সৃষ্টি করতেই ২৯ জুলাই সহিংস আক্রমণ করেছে। যাদের বিরুদ্ধে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এই ঘটনায়। এমনকি মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে। 

আমীর খসরু বলেন, বাংলাদেশে যে মুক্তির আন্দোলন শুরু হয়েছে, তাতে জনগণ সমর্থন দিয়েছে। সরকার যত অন্যায় করবে, জনগণ তার প্রতিবাদ করবে, প্রয়োজনে তারা প্রতিরোধ করবে। 

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ২২টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ এতে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here