সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৫৮

0
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৫৮

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১ হাজার ৬৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে অভিযানে ১৯টি আগ্নেয়াস্ত্র ছাড়াও ৩০৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৮৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু অভিযানে আরও ৭৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ছাড়াও অভিযানে ৩টি রিভলবার, ৫টি এলজি, ২টি পিস্তল, ৫টি শুটারগান, একটি রাইফেল, ২টি বন্দুকসহ মোট ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৩০৬ রাউন্ড গুলি ছাড়াও অভিযানে ১০২ রাউন্ড কার্তুজ, ২৪টি দেশীয় অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি গ্রেনেড, একটি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১৬ দশমিক ৩ কেজি আতশবাজি, ৫৪ রাউন্ড গুলির খোসা, ১০টি বোমা তৈরির উপকরণসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার ও বেগবান করার পাশাপাশি ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। গত ১৩ ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here