সারাদেশে আগামী তিনদিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে এবং তা অন্যস্থানে অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।