তুরস্কের ক্লাবের দায়িত্ব হারানোর পর খুব বেশি দিন অপেক্ষা থাকতে হলো না আন্দ্রেয়া পিরলোকে। এবার নিজ দেশের ক্লাবের কোচ হয়ে ফিরলেন এই ইতালিয়ান গ্রেট। সাবেক এই মিডফল্ডারকে কোচের দায়িত্ব দিয়েছে সাম্পদোরিয়া।
এই মৌসুমেই সিরি আ থেকে সিরি বি-তে নেমে গেছে ক্লাবটি। পিরলোর হাত ধরে আবার শীর্ষ পর্যায়ে ফেরার লক্ষ্য তাদের। ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে তাদের চুক্তি দুই বছরের। খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান, এসি মিলান ও ইউভেন্তুসে বর্ণ্যাঢ্য অধ্যায় শেষে ২০২০ সালে ইউভেন্তুসের অনূর্ধ্ব-২৩ দল দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন পিরলো। এই বছরই তিনি দায়িত্ব পেয়ে যান মূল দলের।
সাম্পদোরিয়াতেও পিরলোর অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। সদ্য সমাপ্ত মৌসুমে পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে লিগ শেষ করে ক্লাবটি। ৩৮ ম্যাচে তাদের জয় ছিল মাত্র ৩টি, হার ২৫টি।