সামিতের দুর্দান্ত পারফরম্যান্সের দিনে ফাইনালে ক্যাভালরি

0
সামিতের দুর্দান্ত পারফরম্যান্সের দিনে ফাইনালে ক্যাভালরি

কানাডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন সামিত সোম। প্লে-অলের সেমিফাইনালেও দলের জয়ে অবদান রেখেছেন তিনি। ক্যাভালরি এফসিকে ফাইনালের টিকিট এনে দিতে ভূমিকা আছে এই বাংলাদেশিরও।

সোমবার ফর্জ এফসিকে তাদের ঘরের মাঠে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ক্যাভালরি। দলটির হয়ে একমাত্র গোলটি করেন টোবায়াস ওয়ারশেভস্কি।

ম্যাচে শুরু থেকেই দারুণ খেলেছেন সামিত। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আক্রমণে সাহায্য করতে দেখা গেছে তাকে। প্রতিপক্ষের অর্ধে ১১ বার সফল পাস দিয়েছেন হয়েছেন তিনি। এর মধ্যে দুটি ‘কি পাস’ও দিয়েছেন। এছাড়া, তিনি প্রতিপক্ষের পা থেকে বল আদায় করেছেন চারবার।

পারফরম্যান্স বিবেচনায় ম্যাচের অন্যতম সেরা ফুটবলার ছিলেন সামিত। তাকে ৭.৫ রেটিং দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর। পুরো ম্যাচে তার চেয়ে বেশি রেটিং ছিল মাত্র ৩ জনের।

এই লিগে সামিতের পরবর্তী ম্যাচে ১০ নভেম্বর অটোয়ার বিপক্ষে। তাই আগামী ১৩ নভেম্বরের ম্যাচে বাংলাদেশ জাতীয় দলে তার খেলা নিয়ে শঙ্কা আছে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১৮ নভেম্বরের ম্যাচে তাকে পাওয়া যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here