সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি : সমাজকল্যাণ উপদেষ্টা

0

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘শুধু অর্থ বরাদ্দ দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল হবে না। সামাজিক সুরক্ষাখাতে দুর্নীতি বড় বাধা, ফলে শক্তিশালী তদারকি প্রয়োজন।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশে সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সামাজিক সুরক্ষা খাতে দরিদ্রতা দূর করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো সহায়তা নির্ভর না হয়ে কর্মমুখী হওয়া উচিত। এত সামান্য টাকায় তাদের কোনো কল্যাণ হয় না। এতে করে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়।’

দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহি নিশ্চিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ড্যাসবোর্ড তৈরি করে দেওয়ার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় সামাজিক সুরক্ষাখাত নিয়ে কাজ করছে। তবে ভাতাপ্রাপ্তদের তালিকায় পরিবর্তন দরকার। এ খাতে উপকারভোগীদের তালিকায় দুর্নীতি আছে। ড্যাসবোর্ড তৈরি হলে সামাজিক সুরক্ষার কর্মসূচিগুলোর কার্যক্রম জোরালো নজরদারির মধ্যে রাখা সম্ভব হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here